মমতাদি সব জানে, ৪ দিন অপেক্ষা করুন: জ্যোতিপ্রিয় মল্লিক

গ্রেফতার হওয়ার এক সপ্তাহ পর ফের মুখ খুললেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পরই তিনি দাবি করেছিলেন তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আর এবার তিনি দাবি করলেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। আজ, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বালুকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়। যাওয়ার পথে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে মন্ত্রী বলেন, ‘মমতা দি সব জানেন। মতা দি সব জানেন।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম দিন থেকেই মন্ত্রী পদে রয়েছেন জ্যোতিপ্রিয়। শুধু তাই নয়, তৃণমূলের দীর্ঘদিনের নেতা তিনি। গ্রেফতার হওয়ার পর তিনি দাবি করেছিলেন বিজেপি তাঁকে ফাঁসিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি। এরপর গত এক সপ্তাহে বালুকে আর তেমন কিছু বলতে শোনা যায়নি।
বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই বালু বলে ওঠেন, “আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতা দি জানেন। মমতা দি পুরোটাই জানেন। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব।” শুধুমাত্র নিজেকে নির্দোষ হিসেবে দাবি করাই নয়, তাঁর মুক্তি যে প্রায় নিশ্চিত সেই আত্মবিশ্বাসের সুরও শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেন, “আমি মুক্ত। জেনে রেখে দিন আমি মুক্ত হয়ে গিয়েছি। আর চার দিন অপেক্ষা করুন। মমতা দি সব জানে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।” মন্ত্রীকে প্রশ্ন করা হয়, “দল কি আপনার সঙ্গে আছে।” বালুর উত্তর, “অবশ্যই আছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*