বিদেশি পর্যটকদের জন্য জোড়াসাঁকো ক্যাম্পাসে গাইড নিয়োগ করছে পর্যটন দপ্তর

কলকাতাঃ রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো ক্যাম্পাসে এবার “গাইড” নিয়োগ করছে পর্যটন দপ্তর। খুব শীঘ্রই এই গাইডকে নিয়োগ করা হচ্ছে বলে পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে। মূলত, বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এই গাইড নিয়োগ করা হচ্ছে। আর বাংলা, ইংরেজী, ফারাসি, চাইনিস সহ একাধিক ভাষায় দক্ষ কয়েকজন ব্যক্তি রাখার পরিকল্পনা করা হচ্ছে। কারণ রবীন্দ্রনাথের জোড়াসাঁকো ক্যাম্পাসে সব থেকে বেশি পর্যটক আসেন বাংলাদেশ থেকে। আর এই পর্যটকদের ক্যাম্পাসের কোথায় কী আছে সেটা সহজে জানতে বা বুঝতে অসুবিধা না হয়, তার জন্যই এই গাইড নিয়োগ করা হচ্ছে।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো ক্যাম্পাস সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথকে নিয়ে মিউজিয়াম ও ৫ টি আর্টগ্যালারি সহ বিভিন্ন রকম দেখার জিনিস আছে। কিন্তু বিশ্ববিদ্যলয়ের কর্মীরা থাকলেও যে পরিমাণে পর্যটকদের দল এখানে আসে তাদের সেই ভাবে সহযোগিতা করা সম্ভব হয় নি। আর তাই এবার ট্রেনিং প্রাপ্ত গাইড নিয়োগ করে এই কাজে গতি আনতে চাইছে পর্যটন দপ্তর।
পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়-এর সাথে এই বিষয়ে কথা হয়েছে। আর একটি লিখিত নির্দেশিকাও পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্প চালু হবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি সব্যসাচী বসু রায়চৌধুরির সাথেও কথা বলেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “মূলত বিদেশী পর্যটকদের সহযোগিতায় এবার সরকারি ভাবে গাইড নিয়োগ করা হচ্ছে। এত দিন বিশ্ববিদ্যালয় এর কর্মীরা পর্যটকদের সহযোগিতা করলেও এবার ট্রেনিং প্রাপ্ত গাইডের মাধ্যমএ পর্যটকদের সমস্ত বিষয় দেখান ছাড়াও সব কিছু বুঝিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হবে। আর রাজ্যের সব ধরণের গুরুত্বপূর্ন পর্যটন স্থানে এবার গাইড নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে”
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*