আইপিএল নিলামঃ কেদার যাদব চেন্নাইয়ে

চতুর্থ সেট এ অলরাউন্ডারদের বিড শুরু হলো। ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকসকে দলে নিলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ৭ কোটি দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েটকে ২ কোটি দিয়ে কিনলো সানরাইজ হায়দ্রাবাদ। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনকে ৪ কোটি দিয়ে কিনে নিলো চেন্নাই সুপার কিংস। ভারতের কেদার যাদবকে ৭.৮ কোটি দিয়ে কিনে নিলো চেন্নাই সুপার কিংস। নিউজিল্যান্ডের কলিন ডে গ্রান্ডহোমকে ২.২ কোটি দিয়ে কিনলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অস্ট্রেলিয়ার জেমস ফকনার অবিক্রিত থেকে গেলেন। ইউসুফ পাঠানকে ১.৯ কোটি দিয়ে কিনলো সানরাইজ হায়দ্রাবাদ। নিউজিল্যান্ডের কলিন মুনরোকে ১.৯ কোটি দিয়ে কিনলো দিল্লী ডেয়ারডেভিলস। স্ট্যুয়ার্ট বিনি কে ৫০ লাখে কিনলো রাজস্থান রয়ালস। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে আরটিএম কার্ড প্রয়োগ করে ৬.২ কোটি দিয়ে দলে নিয়ে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব। ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলিকে ১.৭ কোটিতে কিনলো রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
চতুর্থ সেটের বিড-
ক্রিস ওকস – ৭ কোটি – রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
কার্লোস ব্রেথওয়েট – ২ কোটি – সানরাইজ হায়দ্রাবাদ
শেন ওয়াটসন – ৪ কোটি – চেন্নাই সুপার কিংস
কেদার যাদব – ৭.৮ কোটি – চেন্নাই সুপার কিংস
কলিন ডে গ্রান্ডহোম – ২.২ কোটি – রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
জেমস ফকনার – অবিক্রিত
ইউসুফ পাঠান – ১.৯ কোটি – সানরাইজ হায়দ্রাবাদ
কলিন মুনরো – ১.৯ কোটি – দিল্লী ডেয়ারডেভিলস
স্ট্যুয়ার্ট বিনি – ৫০ লাখ – রাজস্থান রয়ালস
মার্কাস স্টোইনিস – ৬.২ কোটি – কিংস ইলেভেন পাঞ্জাব
মইন আলি – ১.৭ কোটি – রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*