প্রাচীন জিনিস পত্র নিয়ে বিশেষ প্রর্দশনী ভারতীয় জাদুঘরে

কলকাতাঃ ১৮০০ খ্রীঃ থেকে ১৯০০ খ্রীঃ শতকের প্রাচীন জিনিস পত্র দেখার সুযোগ ভারতীয় জাদুঘরে। এবার ভরতীয় জাদুঘরে “টি –টাইম” নামে বিশেষ প্রর্দশনী চালু করছে জাদুঘর এর আর্টস বিভাগ। জানুযারী মাস পর্যন্ত এই প্রর্দশনী চলবে। শুধু ভারতের নয়, চীন, নেপাল, ভুটান, মাইসোর এর বহু পুরানো সংস্কৃতির জিনিস পত্র দেখার সুযোগ পাবেন পর্যটকরা। ভারতীয় জাদুঘরে বহু প্রচীন প্রাগৈতিহাসিক যুগের জিনিসপত্র রয়েছে। কিন্তু জায়গার অভাবে সেইগুলি সাধারণ দর্শনার্থীদের দেখানোর ব্যবস্থা করা যায়নি। এবার নতুন বছরের বিশেষ উপহার হিসাবে এই প্রর্দশনী একটা বড় জায়গা করে নেবে বলেই মনে করছে জাদুঘর কর্তৃপক্ষ।
ভারতীয় জাদুঘর সূত্রে জানা গিয়েছে, ভারতীয় জাদুঘরে প্রায় ১ লক্ষ ৮ হাজার প্রাচীন জিনিস পত্র আছে। তার মধ্যে মাত্র ৫ শতাংশ জিনিস সাধারণ মানুষ দেখার সুযোগ পান। বাকি জিনিস পত্র সংরক্ষন করা হয়েছে। সেই সংরক্ষিত জায়গা থেকেই এই জিনিসপত্র গুলি প্রকাশ্যে নিয়ে আনা হবে।
কী কী জিনিস এই প্রর্দশনীতে জায়গা পেয়েছেন?
চীনের রূপার চা পাত্র, মাইশরের চা পাত্র, নেপালের চা পাত্র, তিব্বতের রূপার প্রলেপ যুক্ত কাজ করা চা পাত্র, ভারতের বহু প্রচীন চিনা মাটির জিনিসপত্র এই প্রর্দশনীতে রাখা হয়েছে। ভারতেই মাইশর থেকে এলহাবাদ সমস্ত প্রাচীন জিনিসপত্র এখানে রাখা থাকবে।
জাদুঘর সূত্রে জানা গিয়েছে, ২৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রতি বছরই জাদুঘরে বাড়তি ভিড় হচ্ছে। এই ভিড় সামাল দিতে জাদুঘরে CCTV ক্যামারায় পুরো নজরদারি চালানো হচ্ছে। গেটগুলিতে স্ক্যানারের মাধ্যমে বিশেষ চেকিং করা হচ্ছে। জাদুঘরে ব্যাগ নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ব্যাগ রেখে তবেই যাদুঘরের মধ্যে প্রবেশ করতে পারবে। টিকিট কাউন্টারের বাড়তি ভিড় সামাল দিতে বিশেষ কাউন্টারও চালু হয়েছে।

ভারতীয় যাদুঘরের শিক্ষা অধিকর্তা সায়ন ভট্টাচার্য বলেন, “ শুধু ভারতের নয় বিদেশের বিভিন্ন দেশের চা পাত্রগুলি এই প্রর্দশনীতে রাখা হয়েছে। চীন দেশ থেকে নেপাল। যে জিনিস পত্রগুলি আগে কেউ কোনও দিন দেখান নি। প্রতিটি জিনিসপত্রের একটি আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেই সব জিনিসপত্র নিয়েই এই বিশেষ প্রর্দশনী। যা মানুষকে খুব আকৃষ্ট করছে। জানুযারি মাস পর্যন্ত এই প্রর্দশনী চলবে ”

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*