দ্বিতীয় ওয়ানডেতে চাহাল-কুলদিপের দাপটে দক্ষিণ আফ্রিকা ১১৮ রানে শেষ

Kuldeep Yadav of India and Yuzvendra Chahal of India celebrates the wicket of Kane Williamson captain of New Zealand during the 1st One Day International match between India and New Zealand held at the Wankhede Stadium in Mumbai on the 22nd October 2017 Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

ডারবানে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় দল। আজ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও তার ঝলক দেখতে পাওয়া গেলো। এদিন আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নেমেছে তারা। ৬ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।
অন্যদিকে, টেস্ট সিরিজ জয়ের পর হঠাৎ-ই দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সে অবনতি হয়। ওডিআই সিরিজের প্রথম তিনটি ম্যাচ থেকে চোটের জন্য ছিটকে গিয়েছেন এবি ডেভিলিয়ার্স। ডেভিলিয়ার্সের পর এবার অধিনায়ক ফাফ দু প্লেসি আঙুলে চোট পেয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। দু প্লেসির জায়গায় এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন এইডেন মার্করাম।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কোহলির। গত ম্যাচের মত এ ম্যাচেও ভারতীয় স্পিনারদের দাপট অব্যাহত। যুযুবেন্দ্র চাহাল ও কুলদিপ সিং এর দাপটে দক্ষিণ আফ্রিকার ইনিংস মাত্র ১১৮ রানে শেষ। চাহাল এই প্রথম আন্তর্জাতিকে ওয়ানডে ম্যাচে ৫ উইকেট নিলেন। এদিন তিনি ৮.২ ওভারে ২২ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। আর কুলদিপ সিং ৬ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়াও বুমরাহ ও ভুবনেশ্বর কুমার ১টি করে উইকেট দখল করেন। দক্ষিণ আফ্রকার হয়ে সবচেয়ে বেশি রান ২৫ করেন জে পি ডুমিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*