আজ শুরু হচ্ছে ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজ

ডারবানে আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজ। ওয়ান্ডারার্সের বিপজ্জনক পিচে টেস্ট জিতে ভারতীয় দল নিশ্চিতভাবে মানসিকভাবে এগিয়ে রয়েছে। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে যে চার নম্বর ব্যাটিং অর্ডার নিয়ে ভারতীয় দলের চিন্তা রয়েছে। গত কয়েক মাস ধরে চার নম্বর জায়গাটি নিয়ে অনেককেই চেষ্টা করা হয়েছে। মণীশ পাণ্ডে, কে এল রাহুল-কে খেলানো হয়েছে। কিন্তু কেউ-ই দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে দেখা দেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে খেলানো হয়েছিল শ্রেয়াস আইয়ার-কে। মোটামুটি ভালই খেলেছিলেন আইয়ার। কিন্তু তাঁকে এখনই পাকাপাকি ভাবে চার নম্বর জায়গায় ভাবা হচ্ছে না। শ্রেয়স-কে পাঁচ নম্বরে খেলানো হতে পারে। রাহানে-কে চার নম্বরে নামানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ২০১৯ বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। সেখানকার পরিবেশের কথা মাথায় রেখে রাহানে চার নম্বরের দৌড়ে থাকা অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে থাকতে পারেন। ডারবানে প্রথম ওয়ান ডে ম্যাচে যে রাহানে চার নম্বরে ব্যাট করবেন, তা মোটামুটি নিশ্চিত। অধিনায়ক কোহালি বলে দিচ্ছেন, তাঁর দলের বেশির ভাগ জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে। ব্যাটিং অর্ডারে চার নম্বর স্থানটিই শুধু ভরাট হওয়া বাকি। বিশ্বকাপের জন্য মহেন্দ্র সিংহ ধোনির জায়গা কার্যত নিশ্চিত। তিনি বলে দেন, ধোনি এবং হার্দিক পাণ্ডিয়া-কে নিয়ে দলের লোয়ার মিডল অর্ডার মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। ‘ফিনিশার’ হিসেবে এই দু’জনকেই দেখছেন অধিনায়ক।
পঁচিশ বছরে দক্ষিণ আফ্রিকায় টেস্ট বা ওয়ান ডে, কোনও সিরিজই জেতেনি কোনও ভারতীয় দল। ১৯৯২-৯৩ থেকে দক্ষিণ আফ্রিকায় মোট ২৮টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ২১টি জিতেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের নামের পাশে রয়েছে মাত্র পাঁচটি জয়। যদিও ওয়ান ডে-র হিসেবে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় দল।
অন্যদিকে বিশ্বকাপের জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাও। তারাও ছয় ম্যাচের এই ওয়ান ডে সিরিজকে কাজে লাগাতে চায় বিশ্বকাপের দল চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে। সেই কারণে ফ্যাফ ডুপ্লেসি-রাও অনেক তরুণ ক্রিকেটারকে স্কোয়াডে নিয়েছেন। তার উপর দলের সেরা ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স ব্যাট হাতে নামতে পারছেন না । আঙুলের চোট নিয়ে প্রথম তিন ম্যাচের বাইরে তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*