সময় দিলে একজন প্রকৃত অলরাউন্ডার হওয়ার ক্ষমতা হার্দিকের আছেঃ কপিল

ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখন শিরোনামে। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলার পাশাপাশি তিনি বোলিং-এ দারুন পারদর্শিতা দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে তিনি দুই ওপেনারকে আউট করে দেন। তার এই পারফরম্যানস শুধু সোশ্যাল মিডিয়াতেই তাঁকে নিয়ে চর্চা হয়নি, ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। এই তালিকায় আছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার কপিল দেব। একজন প্রকৃত অলরাউন্ডার হিসাবে তিনি অনবদ্য ছিলেন একসময় ভারতীয় দলে। সেই প্রসঙ্গে তিনি জানান, সময়ই বলবে হার্দিক প্রকৃত অলরাউন্ডার কিনা, তবে ওর মধ্যে সে ক্ষমতা আছে। তিনি আরও জানান, একটা দলের সঠিক কম্বিনেশন অনেকটাই নির্ভর করে দলে অলরাউন্ডারের উপর। দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি হলে অধিনায়কের কাছে একটা ভালো অপশন থাকে সঠিক ভাবে দল গঠন করার। কপিল দেব নিজের প্রসঙ্গে জানান, তিনি যখন প্রথম খেলা শুরু করেন তখন প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১ নং পজিশনে ব্যাট করতেন। পরবর্তীকালে তিনি ব্যাটিং-এ মন দেন। তিনি বলেন সকল বোলারের ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সকল ব্যাটসম্যানের বোলার হওয়ার সম্ভাবনা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*