হাত ও পায়ের যত্ন : শর্মিলা সিং ফ্লোরা

আমরা প্রায় সময়ই আমাদের মুখের চামড়া এবং চুলের যত্ন করতে করতে ভুলে যাই যে হাত ও পা এগুলোর যত্ন নেওয়া বিশেষ ভাবে দরকার ।

হাতে যেমন বয়েসের ছাপ দেখা যায় ঠিক তেমনই একটা মানুষের পায়ের অবস্থা দেখে সহজেই বোঝা যেতে পারে সে কতটা নিজের পরিচর্যা করে। হাতে যে সমস্যা গুলো সহজে চোখে পড়ে সেগুলো হল হাতটা খুব কালো হয়ে যায় , হাতের চামড়া কুচকে যায় বা খসখসে হাত ।

প্রথমেই বলি হাতে যতটা ট্যান থেকে কালো হয় ঠিক ততটাই হাতের ময়েস্চার লেভেল ব্যালেন্স না থাকলে হাত কালো দেখায়। এই দুটোর সমাধান দরকার হাতের জন্য।
প্রত্যেকদিন ফ্লোরাস বডি অয়েলটা দুটো হাতে ম্যাসাজ করে তারপর স্নানের সময় ট্যান পরিস্কার করা স্ক্রাব দিয়ে স্ক্রাবকরে নিতে হবে।

বাইরে যাওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন 40 আর যখন বাড়িতে থাকবে রাতে শোয়ার আগে ফ্লোরাস বডি লোটান সারা বছর ব্যবহার করতে হবে যাতে ত্বককে হাইড্রেট করে হাত দুটোকে ইয়ং রাখবে, এর সাথে স্পেশাল যত্ন হিসেবে সপ্তাহে দুদিন ফ্লোরাস ভেজ পিল এবং গ্লো প্যাক হাতে ব্যবহার করা যেতেই পারে। পায়ের প্রধান সমস্যা গুলো হল পা ফাটা, এই সমস্যা গুলো প্রায় সারা বছরই থাকে অনেকের সাথে পায়ে দুর্গন্ধ ও কালো কালো ছোপ ছোপ দাগ থাকে।

তবে একটা ছোট্ট প্রতিদিনের রুটিন এটাকে বদলে দিতে পারে। প্রত্যেকদিন ফ্লোরাস স্ক্রাব করা যেতে পারে পায়ে। স্প্ল্যাশটা দু-তিন বার পায়ে লাগালে গন্ধটা আর হবে না সাথে রাতে শোয়ার সময় ফ্লোরাস ফুট ক্রিম এটার কোনো তুলনা নেই। ৭ দিনে যেকোনো পা ফাটা কমিয়ে দেয়।

এর সাথে সপ্তাহে একদিন বাড়িতে যদি একটু ফ্লোরাস বডি ওয়াশ,স্ক্রাব, ভেজ পিল, ফুট ক্রিম দিয়ে পেডিকিওর করিয়ে নেওয়া যায় চ্যালেন্জ রইল আসে পাশের সবাই পায়ের দিকে তাকাতে বাধ্য হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*