ধূপগুড়ির জয়ী প্রার্থীর শপথগ্রহণ নিয়ে রাজ্যপালকে তোপ অধ্যক্ষের

সম্প্রতি হওয়া ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীর নির্মলচন্দ্র রায়ের বিধায়ক পদে শপথ গ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত। সৌজন্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিযোগ, ভোটের পরদিনই তাঁর কাছে নবান্নের তরফে প্রয়োজনীয় ফাইল পাঠানোর পরও সই করছেন না। উল্টে নিজে নবনির্বাচিত বিধায়ককে ফোন করে তিনি রাজভবনে এসে শপথ নিতে বলেছেন।

সেই বিতর্কের রেশ আরও বাড়ল মঙ্গলবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিধানসভায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিমানবাবু বললেন, বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এর আগে রাজ্যপালের এমন আচরণ দেখা যায়নি। শোভনদেববাবুর কথায়, রাজ্যপাল যা করেছেন তা একেবারেই প্রত্যাশিত নয়।

প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার ২ সপ্তাহ পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও শপথ নিতে পারেননি ধূপগুড়ির জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি করেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবার বিষয়টিতে বিরক্ত হয়ে মুখ খুললেন খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে স্পিকার বললেন, “আগে শপথ নিয়ে এমন আচরণ দেখা যেত না। আমাদেরকে ক্ষমতা দেওয়া হত। আমরা সেই ভাবে শপথের দিন ঠিক করতাম।”

এর আগের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সময় থেকেই এই পদ্ধতির পরিবর্তন হয়েছে বলে স্পিকার এদিন উল্লেখ করেন। রাজ্যপাল বলেন, “উনি দায়িত্ব নেওয়া শুরু করলেন। এখনও তাই চলছে। দুর্ভাগ্যজনক ভাবে এক মাস সময় হতে চলল। কিন্তু যতক্ষণ পর্যন্ত না রাজ্যপাল অনুমতি দিচ্ছেন ততক্ষণ কিছু করার নেই৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*