রেল লাইনে বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা, দিল্লি-গয়া-হাওড়া রেলওয়ে সেকশনে ট্রেন চলাচল বিপর্যস্ত

সোমবার রাতে গিরিডির কাছে রেল লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ফলে দিল্লি-গয়া-হাওড়া রেলওয়ে সেকশনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। বিস্ফোরণের পরে ওই লাইনে ট্রেন এলে পরিণতি হত ভয়াবহ। বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। কিন্তু রেলকর্মীরা সতর্ক থাকায় দ্রুত অন্যান্য স্টেশনে বিস্ফোরণের খবর পৌঁছে যায়। ওই লাইনে যাওয়ার কথা ছিল এমন ছটি ট্রেন আটকে দেওয়া হয় দীর্ঘক্ষণ।
সোমবার রাত পৌনে ১১ টা নাগাদ মাওবাদীরা চৌধুরি বন্ধ স্টেশনের কাছে লাইনে বিস্ফোরণ ঘটায়। লাইনে অন্তত দু’ফুট উড়ে যায়। রেলওয়ে ডিরেক্টর (মিডিয়া) রাজেশ দত্ত বাজপেয়ী জানিয়েছেন, দুই রেলকর্মী মুবারক হোসেন ও চন্দ্র কুমারের তৎপরতায় দুর্ঘটনা ঠেকানো গিয়েছে। তাঁরা রাতে টহল দিচ্ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজারকে সতর্ক করেন। ওই পথে কিছুক্ষণ বাদে একটি গুডস ট্রেন যাওয়ার কথা ছিল। ট্রেনটিকে সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হয়।
দুই সতর্ক রেলকর্মীকে রেলবোর্ডের চেয়ারম্যান অশ্বিন লোহানি পুরস্কার দেবেন বলে জানিয়েছেন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*