সুদূর ফ্রান্স থেকে তারকেশ্বরে ভক্তিমূলক গান শোনাতে আসেন এই শিল্পী

সুভাষ মজুমদার –
গতকাল সুদূর ফ্রান্স থেকে তারকেশ্বরে বাবা তারকনাথ দেবকে ভক্তিমূলক গান শোনাতে আসেন স্বনামধন্যা শিল্পী কূহেলী সেনগুপ্ত, যাঁর আদি বাড়ী নৈহাটী এবং বর্তমান বাড়ী প্যারিস, ফ্রান্স। যিনি ফ্রান্সের দূরদর্শন ও বেতারের নিয়মিত শিল্পী এছাড়াও ভারতীয় সংস্কৃতিকে তাঁর প্রচেষ্টার মাধ্যমে উজ্জ্বলময় গৌরবান্বিত করে তুলতে বাংলা গানকে ফ্রেঞ্চ ভাষায় ট্রানস্লেট করে পরিবেশন করেন। বিশেষত অন্যান্য গান ছাড়া রবীন্দ্র সংগীত ও বাংলার মাটির বাউলের উপর ভাটিয়ালি, ভাওয়াইয়া, এই ধরণের গান নিয়ে ৪৫ বছর ধরে ফ্রান্সে বাংলা থেকে ফ্রেঞ্চ ভাষায় ট্রানস্লেট করেন এবং সেই গান পরিবেশন করে সেখানে এক স্বনামধন্যা শিল্পী হিসাবে বিশাল স্হানের অধিকারী হয়ে আছেন। বাবা তারকনাথ দেবের কাছে আশীর্বাদ নিতে প্রায় ১৫ বছর ধরে প্রতিবছরই আসেন বাবাকে গান শোনাতে। গত ১২ বছরে ১২ জন কীবোর্ডীস্ট পরিবর্তন করেন উনি (মনোমতো না হওয়ায়)। ১৩ বছরের পর এই তিন বছর আমি নির্বাচিত হই এবং ওনার পছন্দের কীবোর্ডীস্ট হিসাবে বাবা তারকনাথ দেবের একান্ত ইচ্ছায় আমি স্হান পাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*