তৃণমূলের ৪ শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা করবে CBI, অনুমতি রাজ্যপালের

 রাজ্যের চার প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলার অনুমতি দলেন রাজ্যপাল। তালিকায় রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। প্রত্যেকের বিরুদ্ধের নারদা কাণ্ডে মামলার অনুমতি চেয়েছিল CBI। সংবিধানের ১৬৩ ও ১৬৪ নম্বর ধারায় মামলার অনুমতি দিয়েছেন জগদীপ ধনখড়।

জানা গিয়েছে, তাঁদের আবেদনে CBI আইনজীবীরা জানিয়েছিলেন, নারদা কাণ্ডের সময় মন্ত্রী ছিলেন সুব্রত, ফিরহাদ, মদন ও শোভন। মন্ত্রীদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। সে ক্ষেত্রে ইতিমধ্যেই CBI-র পক্ষ থেকে রাজ্যপালের কাছে নারদ সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়া হয়েছে। নথিগুলি দেখে সন্তুষ্ট হয়েছেন রাজ্যপাল। আর এরপরেই চার প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছেন জগদীপ ধনখড়।

এদিকে, রাত পোহালেই শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মন্ত্রিসভার বিস্তারিত তালিকা। এবারে নতুন মুখ কারা? প্রথবারের জন্য টিকিট পেয়েই কারা পাচ্ছেন মন্ত্রীত্ব? ফের মন্ত্রীর চেয়ারে বসছেন কতজন? প্রার্থী তালিকার মতো মন্ত্রীদের তালিকাতেও কি থাকছে চমক? যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে সোমবার। বেলা ১১টা নাগাদ বিধানসভাতেই রাজ্যের মন্ত্রীরা শপথ নেবেন। তারপরই বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*