কমিশনের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ সৌমিত্র-শঙ্কুর

১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। আজ রাত ১২টা নাগাদ অবস্থান বিক্ষোভ শুরু করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা । ষষ্ঠ দফার নির্বাচনে রাজ্যের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে জানান সৌমিত্র খাঁ ও শঙ্কুদেব পাণ্ডা, এমনটাই জানিয়েছেন তাঁরা।

অবস্থানে বসে সৌমিত্র খাঁ বলেন, বাইরে থেকে লোক এনে বাঁকুড়ার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুব্রত মণ্ডলকে দিয়ে এই কাজ করাচ্ছেন। বুকে গুলি করে মেরে দিন । তাও ঠিক আছে । তবে মানুষের ভোটদানের অধিকার কেড়ে নিতে দেব না।

শঙ্কুদেব পণ্ডা বলেন, “প্রতি দফার ভোটের আগে কমিশনের তরফে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আশ্বাস দেওয়া হচ্ছে । অথচ বাস্তবে তা হচ্ছে না । সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না । ফলে তৃণমূল আশ্রিত গুন্ডারা ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে । বেছে বেছে বিজেপি কর্মী-সমর্থকদের উপর আক্রমণ নামিয়ে আনছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*