বিধানসভার বাইরে দাঁড়িয়ে ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

আবারও রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ এবার বিধানসভার সামনে দাঁড়িয়ে রাজ্যে গণতন্ত্র নেই বলে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার বিধানসভায় আসেন রাজ্যপাল ৷ কিন্তু অধিবেশন না থাকায় বন্ধ ছিল বিধানসভার বাইরে সব দরজা ৷ নির্দিষ্ট গেট বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধানসভার নিয়ম অনুযায়ী অধিবেশনের সময় দুই নম্বর গেট দিয়ে বিধানসভায় ঢোকেন রাজ্যপাল ও অন্য বিধায়করা ৷ অন্য সময় রাজ্যপাল বিধানভায় আসলে তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করেন ৷

কিন্তু আজ রাজ্যপাল এসে দেখেন, তিন নম্বর গেট বন্ধ ৷ এতেই রেগে যান তিনি ৷ মেজাজ হারান ৷ এর পর যান দুই নম্বর গেটে ৷ সেই গেটও বন্ধ ছিল ৷ যদিও পরে সেই গেট খুলে দেওয়া হয় ৷ বিধানসভার বাইরে দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল ৷

বিতর্ক এখানেই শেষ নয় ৷ রাজ্য সরকারের তরফে একজনও রাজ্যপালকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন না তখন ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং রাজভবনের সদস্যদের সঙ্গে নিয়ে ভিতরে ঢোকেন তিনি ৷ রাজ্যপাল গেটের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে দাবি করেন রাজ্যে গণতন্ত্র নেই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*