ধনেখালির বাস্ট্যান্ডে কৃতি ছাত্র ও ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান ও পথ নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধি

রিপোর্টার- (সুভাষ মজুমদার)
ধনেখালির বাস্ট্যান্ড এ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় কৃতি ছাত্র ও ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান ও পথ নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধি। ধনেখালি পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলীর সাংসদ ডাঃ রত্না দে নাগ,পরিকল্পনা ও রূপায়ন দপ্তরের মন্ত্রী অসীমা পাত্র। বি ডি ও সঞ্চয়ন পান,পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক,সহসভাপতি সৌমেন ঘোষ,ডি এস পি ক্রাইম শেষাধী মুখার্জী, সি আই নীতিশ কুমার দাস, গুরাপ থানার ওসি বঙ্কিম বিস্বাস হুগলী জেলা ছাত্র পরিষদের সভাপতি ডঃ গোপাল রায়,ব্লকের ছাত্র নেতা সৌমেন বসু,উল্লেখ্য, ধনেখালি ব্লকের উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্হান রাজশেখর চট্টপাধ্যায় ও দশম স্হান অর্ণব মল্লিকের হাতে চল্লিশ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী অসীমা পাত্র,তাদের পড়াশোনার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় পাশে থাকার আশ্বাস দেন, অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহসভাপতির উদ্যোগে 650 জন কে ঐ দিন হেলমেট প্রদান করা হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*