বিল পাশ নিয়ে এবার কেন্দ্রকে একহাত নিলেন ডেরেক ও’ব্রায়েন

কেন্দ্রকে ফের কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ বিল পাশ নিয়ে কেন্দ্রের তাড়াহুড়োকে এদিন কটাক্ষ করেন ডেরেক ৷ তিনি বলেন মাঝেমাঝে মনে হয় কেন্দ্র বিল পাশ করছে না, পিৎজা ডেলেভারি করছে ৷ কারণ এতটাই তাড়াহুড়ো করে বিলগুলি পাশ করাচ্ছে কেন্দ্র ৷

উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূল সাংসদ বলেন যেভাবে বিল পাশ করাচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার তাতে গণতন্ত্রের অপমান করা হচ্ছে ৷ সংসদে নাটক চলছে বিল পাশ করানো নিয়ে আর এই নাটক করছে বিজেপি ৷ ডেরেকের অভিযোগ এইভাবে দ্রুত বিল পাশ করিয়ে নিজেদের একাধিপত্য ফলাতে চাইছে কেন্দ্র সরকার ৷ সেখানে বিরোধীদের বলার কোনও সুযোগ দেওয়া হচ্ছে না ৷ ফলে বিরোধীদের কোণঠাসা করে নিজেদের সুবিধা মত বিল পাশ করিয়ে নেওয়া চলছে ৷ ডেরেক ওব্রায়েনের দাবি সংসদ বিভিন্ন বিলকে বিশ্লেষণ করে, পর্যালোচনা করা হয়, বিলের সদর্থক ও নঞর্থক দিকগুলি তুলে ধরা হয় ৷ কিন্তু এই অধিবেশনে তার কোনও সুযোগ নেই বিরোধীদের সামনে ৷ বুধবার এক ট্যুইট করে এইভাবেই কেন্দ্রের কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ ৷

ডেরেক বলেন, ২০০৪ সাল থেকে ২০০৯ সালের মধ্যে মোট পেশ হওয়া বিলের ৬০ শতাংশ খতিয়ে দেখা হয়েছিল সংসদে ৷ ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ৭১ শতাংশ বিল খতিয়ে দেখার সুযোগ পায় সংসদ কিন্তু ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত সেই সংখ্যা নেমে আসে ২৬ শতাংশে ৷ এখনও পর্যন্ত লোকসভায় ১৮টি বিল পাশ করা হয়েছে, যার মধ্যে মাত্র একটি বিলে আলোচনা ও বিশ্লেষণ চলেছে ৷ এমনই দাবি ডেরেক ও ব্রায়েনের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*