বিশেষ ট্রেনে বাংলায় ফিরলেন দিল্লিতে আটকে থাকা ১০৬২ জন

লকডাউনের জেরে আটকে পড়া ১০৬২ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে দিল্লি থেকে হাওড়া স্টেশনে পৌঁছল একটি বিশেষ ট্রেন। তাঁদের মধ্যে কিছু বেসরকারি সংস্থার কর্মীও আছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ১০মিনিট ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছয়। প্রত্যেককে গন্তব্যস্থলে পৌঁছতে হাওড়া থেকে বিশেষ বাসের ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দফতর।

এদিকে, ভয়ঙ্কর অভিযোগ করেছেন এই যাত্রীরা। অভিযোগ, ট্রেনে সামাজিক দূরত্ব রাখার কোনও ব্যবস্থা রাখেনি রেল। সব বার্থে যাত্রী তোলা হয়। এক কোচে চারটি শৌচালয়, ছটি বেসিন যা সবাই ব্যবহার করছেন বাধ্য হয়েই।

এদিন সকাল থেকেই হাওড়া স্টেশন চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকার পর যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হয়। এরপর বাসে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পরিবহন দফতর। যাত্রীদের তদারকির দায়িত্বে ছিলেন হাওড়ার জেলাশাসক, হাওড়ার পুলিশ কমিশনার সহ সরকারি আধিকারিকরা।

দীর্ঘদিন ধরে দিল্লি ও তার আশপাশে আটকে পড়া মানুষজন এদিন বাড়ি ফিরতে পেরে খুশি। তবে টিকিট কেটে ফেরায় অনেককেই খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে।

উল্লেখ্য,চলতি সপ্তাহের মঙ্গলবার তামিলনাড়ুর ভেলোর থেকে লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বিশেষ ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছয়।ভেলোর থেকে আসা ট্রেনটিতে ১,১২৬ জন যাত্রী ছিলেন। এদিকে, এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার ১০৫ টি ট্রেনের ব্যবস্থা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*