ধোঁয়ার চাদরে মোড়া রাজধানী, ব্যাহত রেল পরিষেবা

শুক্রবারও ধোঁয়াশায় মোড়া রাজধানী শহর। কমছেনা দূষণের মাত্রাও। অন্যদিকে, দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। দেরিতে চলছে ৪০টি ট্রেন। ১৩টি ট্রেনের সময় পরিবর্তনের পাশাপাশি ছ’টি ট্রেন বাতিলও করা হয়েছে বলে খবর। বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরে সকাল হলেই ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে দিল্লি। দূষণ নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে কেন্দ্রের পাশাপাশি উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা সরকারের কাছে জানতে চাওয়া হয়। মাত্রাতিরিক্ত দূষণের জেরেই এই ঘটনা। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, উত্তরের রাজ্যগুলির অবৈধভাবে শস্য পোড়ানো, যানবাহন থেকে নির্গত ধোঁয়া এবং ধুলো থেকেই এই দূষণ ছড়াচ্ছে।
অন্যদিকে, দূষণ নিয়ন্ত্রণে আনতে দেরিতে পদক্ষেপ নেওয়ায় গত ১১ই নভেম্বর দিল্লি সরকারকে ভর্ৎসনা করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। দূষণ নিয়ন্ত্রণের জন্য অড-ইভেন পদ্ধতিতে সায় দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। বলা হয়, ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পদ্ধতি মেনে গাড়ি চলাচল করবে রাজধানীর রাস্তায়। কিন্তু, সেই পদ্ধতি আপাতত বাতিল করেছে দিল্লি সরকার।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*