দু’ সপ্তাহ ধরে ছক কষে রেভ পার্টির পর্দাফাঁস এনসিবি-এর!

মুম্বইতে রেভ পার্টি হতে চলেছে, তার পূর্বাভাস দু’ সপ্তাহ আগেই পেয়েছিল NCB! সংবাদসংস্থাকে এমনটাই জানিয়েছেন NCB চিফ এস এন প্রধান। তাঁর কথায়, ‘দু’ সপ্তাহ ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমাদের কাছে নির্দিষ্ট খবর ছিল। তার ভিত্তিতেই গত দু’ সপ্তাহ ধরে তদন্ত চালিয়েছিলাম আমরা। ঘটনায় যে বলিউড লিঙ্ক রয়েছে, সেই বিষয়টি আমরা আগেই বুঝতে পেরেছিলাম।’

সূত্রের খবর, ক্রুজ রেভ কাণ্ডে বর্তমানে আট জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। NCB এর তরফ থেকে জানানো হয়েছে, আরিয়ান খান ছাড়া মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জয়সওয়াল, ভিকরান্ত ছোকার, গোমিত চোপড়া এবং আরবাজ মার্চেন্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিয়ান জানিয়েছেন, তিনি আমন্ত্রিত অতিথি ছিলেন মাত্র। প্রাথমিক তদন্তে NCB এর অনুমান, মাদকের সঙ্গে তার যোগাযোগ নেই।

এদিন আরব সাগরের বুকে চলা রেভ পার্টি থেকে কোকেন, চরস, মেফিড্রোন, একস্ট্যাসির মতো মাদক উদ্ধার হয়েছে। এমনটাই দাবি NCB-র। জানানো হয়েছে, ইতিমধ্যেই ধৃতদের বয়ান রেকর্ড করা হয়েছে। খুব শীঘ্রই তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে এবং মেডিক্যাল টেস্ট করা হবে বলেই জানিয়েছেন তদন্তকারীরা। রবিবার দুপুরেই বিষয়টি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই একাধিক আইনজীবী NCB অফিসে পৌঁছেছেন। ধৃতদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। মাদক কাণ্ডের সঙ্গে যোগসাজশ রয়েছে কিনা জানার জন্য তাঁদের ফোনের চ্যাটও খতিয়ে দেখা হচ্ছে।

মাদক কাণ্ডে আটক করা হয়েছে দিল্লির তিন যুবতীকে। NCB সূত্রে খবর, ওই তিনজনের মধ্যে একজন দেশের অন্যতম এক ব্যবসায়ীর কন্যা। এদিন সকালেই NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেরে জানিয়েছিলেন, রেভ পার্টি থেকে সাত থেকে আট জনকে আটক করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, ওই পার্টি থেকে প্রচুর পরিমাণে বেআইনি মাদক উদ্ধার করা হয়।

করডেলা নামের ওই ক্রুজটির শনিবার রাতেই লাক্ষাদ্বীপের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। গোয়া হয়ে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছনোর কথা ছিল। কোনও এক কারণে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করেনি জাহাজটি। উল্লেখ্য, করডেলা এম্প্রেস শিপটির উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই। ওই জাহাজের মালিকদেরও তলব করেছে NCB।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*