পরিস্থিতি উদ্বেগজনক! রাজ্যের দৈনিক সংক্রমণ সাড়ে ১৭ হাজার পার, মৃত্যু আরও ৯২ জনের

বাংলার করোনা পরিস্থিতি ভয়াবহ। এবার দৈনিক সংক্রমণ সাড়ে ১৭ হাজার ছাড়াল। কমছে সুস্থতার হারও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৫ জন, মৃত্যু হয়েছে ৯২ জনের। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৫৮৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৩ হাজার ৩৯৩ জন এবং এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৪৯৫। বিগত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৫ জন, মৃত্যু হয়েছে ২৩ জনের।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধ করতে ইতিমধ্যেই একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে নবান্ন। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকা অনুযায়ী, এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের সমস্ত শপিং মল, শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম,স্পা, সুইমিং পুল বন্ধ থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*