গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২ হাজার ৯৯৩ জন, মৃত আরও ৫২

বাংলায় করোনা পরিস্থিতি ধীরেধীরে হলেও নিয়ন্ত্রণে আসছে। সোমবার সারাদিনে ৪২ হাজারের উপর নমুনা টেস্ট হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে ২৯৯৩ জনের। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার (৩১ অগস্ট) পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৭৭৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯৯৩ জনের কোভিড ধরা পড়েছে। তবে, দেড় লক্ষের বেশি আক্রান্ত হলেও বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৮০।

৩১ অগস্ট পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৪ হাজার ২৭০ জন। এর মধ্যে শুধু সোমবারই করোনা মুক্ত হয়েছেন ৩,৩১৮ জন। পশ্চিমবঙ্গে ৩১ অগস্ট পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থতার হার ৮২.৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫২ জন। এর মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১০ জনের। হাওড়ায় ৩ জনের। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মারা গিয়েছেন যথাক্রমে ১৩ ও ৯ জন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ১ জন করে মারা গিয়েছেন। মুর্শিদাবাদে ১ জন মারা গিয়েছেন। নদীয়ায় মৃত্যু হয়েছে চারজনের। বাঁকুড়াতেও ১ জন মারা গিয়েছেন। পূর্ব মেদিনীপুরে ৩ জন মারা গিয়েছেন। পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে একজনের, পশ্চিম বর্ধমানেও একজনের মৃত্যু হয়েছে। হুগলিতে মারা গিয়েছেন ৪ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*