ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, বাড়ছে উদ্বেগ

ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল সংক্রমণ। বাড়ল মৃতের সংখ্যাও। স্বাভাবিকভাবেই সংক্রমণ ও মৃতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৭ হাজার ৫০ জন। ভাইরাসের ছোবলে প্রাণ গিয়েছে ৩ জনের। এখনও পর্যন্ত বাংলায় করোনার বলি মোট ২১ হাজার ৪৬৫ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ। বুধবার করোনায় আক্রান্ত ও মৃতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ।

এদিন কমল সুস্থতাও। বুধবার ভাইরাসকে হারিয়েছেন ৩০৫ জন। যা মঙ্গলবারের তুলনায় কম। এখনও পর্যন্ত ভাইরাসকে হারিয়েছেন ২০ লক্ষ ৮৩ ৬০ জন। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। ফের করোনা আক্রান্ত শনাক্তকরণে নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬টি কোভিড টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট ২ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার ৭৩৪টি। পজিটিভিটি রেট ২.৭২ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*