আবারও নজির গড়লো কলকাতা, হাসপাতালের গেটের নাম হলো ‘করোনা গেট’

চারিদিকে এখন শুধু করোনা আর করোনা। এই পরিস্থিতিতে হাসপাতালের ফটকের নামকরণও হল করোনার নামে। মেডিক্যাল কলেজের ৫ নম্বর গেটের নাম রাখা হয়েছে করোনা গেট। করোনা সন্দেহভাজন ও আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে শনিবার থেকেই রোগী ভর্তি শুরু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে।

প্রাথমিকভাবে ৩০০ বেডের ব্যবস্থা করা হয়েছে। দেশের মধ্যে এটাই প্রথম কোনও হাসপাতাল, যাকে শুধুমাত্র করোনার চিকিৎসার জন্য এভাবে প্রস্তুত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের ৫ নম্বর গেট দিয়েই করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের নিয়ে যাওয়া, নিয়ে আসা হবে। অন্য কাউকে ওই গেট দিয়ে ঢোকা-বেরোনোর অনুমতি দেওয়া হবে না। সোমবার থেকে সিপিইউ ও ভেন্টিলেশনেও রোগী ভর্তি শুরু হয়ে যাবে। এদিন বিকালে কলকাতা মেডিক্যাল কলেজে করোনার চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন সুপারের সঙ্গে।

এরপরই করোনা আক্রান্ত ও সন্দেহভাজনদের চিকিৎসার জন্য শনিবার থেকেই কলকাতা মেডিক্যালে রোগী ভর্তি কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, মোট ৩০০০ বেডের ব্যবস্থা করা তাদের টার্গেট। প্রাথমিকভাবে ৩০০ বেডের ব্যবস্থা করা হয়েছে। গত কয়েকদিনে বাংলায় করোনা আক্রান্ত বেড়েছে।

আজও কলকাতার দুজনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। একজন ফিরেছিলেন লন্ডন থেকে। অন্যজন মিশর থেকে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই আবার আজ কেন্দ্র সতর্ক করে বলেছে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবারই শুরু হচ্ছে মেডিক্যালের করোনা আইসোলেশন ওয়ার্ড।

পরিস্থিতি জটিল হতেই লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করা হয়েছে। যদিও সেই নির্দেশিকা উপেক্ষা করেই ঘরের বাইরে বেরিয়ে পড়ছেন মানুষ। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিক বৈঠক রাজ্যের মুখ্যসচিবের। সূত্রের খবর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে এই বৈঠক। অন্যদিকে, কলকাতায় সারপ্রাইজ ভিজিট করতে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের বিভিন্ন রাস্তায় ছুটে বেড়াচ্ছেন। খোঁজ নিচ্ছেন কলকাতার হাসপাতালগুলিরও। কথা বলছেন ডাক্তারদের সঙ্গেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*