পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে? জল্পনা চরমে

সোমেন মিত্রর মৃত্যুতে বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতিহীন। এই অবস্থায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলাবেন ওয়ার্কিং কমিটির সভাপতিরা। পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো, উত্তরবঙ্গের শঙ্কর মালাকার, মালদহের আবু হাসেম খান চৌধুরি, এবং প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপা দাশমুন্সি রয়েছেন চার সদস্যের ওয়ার্কিং কমিটিতে।

সোমেন মিত্রের পর কে দায়িত্ব সামলাবেন প্রদেশ কংগ্রেসের? কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC ৷ তারাই সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিয়ে দলকে দিশা দেখানোর মতো উপযুক্ত নেতৃত্ব রাজ্যে কে আছেন ৷

সূত্রের খবর, ওয়ার্কিং কমিটি ও যে কোনও কংগ্রেস কর্মীকে অভিজ্ঞতার নিরিখে গুরুত্বপূর্ণ সভাপতির পদ দেওয়া হতে পারে। প্রদেশ কংগ্রেস সভাপতির সম্ভাব্য তালিকায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, দীপা দাশমুন্সি এবং নেপাল মাহাতোর নাম।

বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন AICC যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে । দীর্ঘদিনের বর্ষীয়ান বিধায়ক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবেন মাহাতোর পুত্র বিধায়ক নেপাল মাহাতোর প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ৷ সভাপতির দৌঁড়ে রয়েছেন দীপা দাশমুন্সিও।

তবে আবু হাসেম খান চৌধুরি বা ডালু বাবুর শারীরিক অবস্থার কারণে তাঁকে হয়ত প্রদেশ কংগ্রেস সভাপতি করার সিদ্ধান্ত নেবে না সর্বভারতীয় কংগ্রেস কমিটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*