দিল্লিতে লাঞ্ছিত কুস্তিগিরদের ন্যায় বিচারের দাবি! কলকাতার রাজপথে মিছিল মুখ্যমন্ত্রীর

বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করা কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে এবার কলকাতার রাজপথে ক্রীড়াবিদদের পাশে নিয়ে প্রতিবাদ মিছিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের সমর্থনে মুখ্যমন্ত্রী আজ, বুধবার হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রায় নেন। তবে এদিনের মিছিলের মধ্য দিয়েই থামবে না প্রতিবাদ, আগামিদিনেও কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেবেন তিনি। আগামিকাল, বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে মোমবাতি নিয়ে সমাবেশ করবেন ক্রীড়াবিদরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে এদিনের মিছিলে যোগ দেন বাংলার বর্তমান ও প্রাক্তন কৃতি ক্রীড়াবিদরা। উল্লেখযোগ্যভাবে এই মিছিল পা মিলিয়েছেন রাজ্যের মন্ত্রী ও বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি, সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো, বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারও সহ আরও অনেকে। এছাড়াও ছিলেন বিভিন্ন ক্লাব ও সংগঠনের নবিশ খেলোয়াড় ও আগামীর তারকারা।

মিছিলের শেষে রবীন্দ্র সদনে দিল্লিতে লাঞ্ছিত কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হেনস্তার শিকার হয়ে বিচার চেয়েছেন দেশের পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না কেন্দ্রের সরকার। কারণ, তিনি বিজেপি সাংসদ। তবে ন্যায় বিচারের দাবিতে আগামিদিনেও কুস্তিগিরদের পাশে থাকব আমরা। একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তাই বৃহস্পতিবার গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি নিয়ে বসবেন বাংলার ক্রীড়াবিদরা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*