উপভোক্তাদের দুটো ইনস্টলমেন্টে টাকা দেওয়া হবেঃ মুখ্যমন্ত্রী

বাংলার আবাস বিতরণ দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দুটো ইনস্টলমেন্টে টাকা দেওয়া হবে। উল্লেখ্য, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর ৪টি ইনস্টলমেন্টে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজী ইন্ডোরে বলেন, চার ভাগে টাকা দিলে উপভোক্তারা সমস্যায় পড়বেন। এই টাকা দু ভাগে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর কথায় সম্মতি জানান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন ৫টি পরিবারের হাতে আবাসন যোজনার এই টাকার সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী। মোট ৫,৪৬,৩৩৩টি পরিবারকে এই পরিষেবা ধাপে ধাপে তুলে দেওয়া হবে।
মুর্শিদাবাদে দুর্ঘটনার জন্য বেশিক্ষণ সময় দিতে পারেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতবর্ষে বাড়ি তৈরীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এক নম্বরে। পশ্চিমবঙ্গে বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন হচ্ছে। আগামীদিনেও হবে। তিনি বলেন, পঞ্চায়েত হলো জনসংযোগের জায়গা। পঞ্চায়েত আগামীদিনে আরও ভালো কাজ করবে। আগামী মাসের ১৩ তারিখে আরও ৮ হাজার কিলোমিটার রাস্তা নদিয়া থেকে উদ্বোধন হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*