গঙ্গাসাগর মেলার সূচনা অনুষ্ঠানে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাবুঘাটের গঙ্গাসাগর ক্যাম্প থেকে বিবেক চেতনা উৎসব ও গঙ্গাসাগর মেলার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন্‌,

গঙ্গাসাগর মেলার সময় কেউ কেউ গন্ডগোল বাধানোর চেষ্টা করছে। আমি সবাইকে বলব গঙ্গাসাগর মেলার সময় অন্য কোনও প্রোগ্রাম করবেন না।

গঙ্গাসাগর মেলায় যদি কোনও ঘটনা ঘটে যারা এসব করছেন, তারজন্য আপনারা দায়ী হবেন আমরা নয়।

গঙ্গাসাগর মেলা চলাকালীন কেনো দ্বিতীয় প্রোগ্রাম করা হবে?

কেউ কেউ চক্রান্ত করার চেষ্টা করছে। দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। এসব হতে দেব না।

মনে রাখবেন একসঙ্গে চলাটাই বড় ধর্ম। ভাগাভাগি করে নয়।

হঠাৎ করে দিল্লী থেকে কোনও নেতা এল, আর কানে কানে বলে গেল। এইসব চলবে ন।

কেনো বিবেকানন্দ ও নেতাজী সুভাষের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করছে না কেন্দ্রীয় সরকার? জবাব দিন।

গঙ্গাসাগর মেলা এত বড় মেলা। বিজেপি বলছ শোভাযাত্রা বের করবে। শুধু গণ্ডগোল বাধানোর চেষ্টা ওদের। রাজনীতি করতে চায় ওরা সব কিছুতে। গণ্ডগোল ছাড়া বিজেপি কিছু জানে না।

রিপোর্টারঃ রফিকুল জমাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*