বাংলার ২ প্রতিমন্ত্রী বাবুল ও দেবশ্রী কে কোন দায়িত্ব পেলেন? জানুন!

মোদীর মন্ত্রীসভায় এবারও বাংলা থেকে ঠাঁই হল মাত্র দু’জনের। তবে পূর্ণমন্ত্রী নয়, দ্বিতীয় ইনিংসেও রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। উত্তরবঙ্গ থেকে নতুন মুখ দেবশ্রী চৌধুরী। জানা গিয়েছে, বন,পরিবেশ,জলবায়ু প্রতিমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় এবং নারী,শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন দেবশ্রী চৌধুরী ৷

উল্লেখ্য, রাজ্যে লোকসভার ফলাফল ঘোষণার পর থেকেই মোদীর মন্ত্রীসভায় বাংলা থেকে উঠে আসছিল একাধিক নাম। শোনা যাচ্ছিল মুকুল রায়, দিলীপ ঘোষদের নামও। রাজনৈতিক মহলের মতে, বিশেষ করে উত্তরবঙ্গে দুরন্ত ফলের পর থেকে জোড়ালো হচ্ছিল একাধিক নাম। এমনকী, জঙ্গলমহলেও আদিবাসী মুখ হিসেবে ভেসেছিল কুনার হেমব্রমের নাম। তবে এত জল্পনা শেষে মোদীর মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানেও এবার বাংলার ঝুলিতে দুই।

এবারও দুই রাষ্ট্রমন্ত্রী নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাকে। আসানসোলে বড় জয় পেয়েও দ্বিতীয়বার সেই রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। আর এসএস আলুওয়ালিয়ার বদলে নতুন মুখ রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*