সম্পত্তি লিখে দেওয়ার জন্য মাকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত ছেলে

সম্পত্তি লিখে দেওয়ার জন্য প্রায়ই মা-বাবার উপর চাপ দিত একমাত্র ছেলে ও বৌমা। শুক্রবার বিকেলে এই নিয়ে ফের বিবাদ চরমে ওঠে। অভিযোগ বচসা চলাকালীন মাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন তাঁরা। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জয়নগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিতা গায়েন পরিচারিকার কাজ করেন। তাঁর স্বামী রাস্তায় জিনিস ফেরি করেন। অনিতা দেবীর এক ছেলে সঞ্জয় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন। ওই এলাকারই মেয়ে অনামিকাকে বছর সাতেক আগে বিয়ে করেন সঞ্জয়।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিয়ের পর থেকেই মা-বাবার উপর নানা ভাবে অত্যাচার করতেন সঞ্জয়। সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টাও করতেন তিনি এবং তাঁর স্ত্রী অনামিকা। ছেলে-বৌমার অত্যাচারে অতীষ্ট হয়ে বাড়ি ছাড়েন অনিতা দেবী ও তাঁর স্বামী। কিন্তু সেখানে গিয়েও উৎপাত শুরু করে ছেলে। গতকাল বিকেলে বাড়িতে অনিতা দেবীকে বাড়িতে একা পেয়ে তাঁর উপর চড়াও হয় সঞ্জয় এবং অনামিকা। অভিযোগ, অনিতা দেবীর গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন তাঁরা।

কোনও রকমে পালিয়ে বাঁচেন অনিতা দেবী। পুলিশের খবর দেন এলাকার বাসিন্দারাই। জয়নগর থানায় ছেলে ও বৌমার নামে অভিযোগ জানিয়েছেন অনিতা দেবী । তাঁর অভিযোগের ভিত্তিতে রাতেই জয়নগর থানার পুলিশ সন্জয়কে গ্রেফতার করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*