আর সব অভিযুক্তের মতোই আরিয়ানকেও কাউন্সেল করা হচ্ছে, জানালেন সমীর ওয়াংখেড়ে

আলাদা কোনও সুবিধে দেওয়া হচ্ছে না, অন্য যে কোনও অভিযুক্তের মতো অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে একই ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, জানালেন এনসিবি-র আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে ৷

সোমবার তিনি সাংবাদিকদের বলেন, এই উপদেশমূলক শিক্ষা শুধুমাত্র আরিয়ান খানের জন্য নয়, প্রত্যেক অভিযুক্তকেই দেওয়া হয় ৷ যে সব তরুণরা মাদকে আসক্ত, বিশেষত অল্প বয়সীরা, তাদের এই নেশা থেকে বের করে আনতে কাউন্সেল করা হয় ৷”

মুম্বই ক্রুজ পার্টির মাদক মামলায় অন্যতম অভিযুক্ত আরিয়ান খান এখন আর্থার রোডের জেলে বন্দি ৷ সে দুঃস্থদের সাহায্য করবে এবং ভুল পথ থেকে সরে আসবে, কাউন্সেলিং চলাকালীন আধিকারিকদের এই কথা জানিয়েছে শাহরুখ-পুত্র ৷ জানা গিয়েছে, আরিয়ান আরও জানিয়েছে যে জেল থেকে বেরনোর পর সে এমন কিছু করবে, যাতে সবাই তার জন্য গর্ব বোধ করে ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২ জন মহিলা-সহ ৮ জন অভিযুক্তের প্রত্যেকের কাউন্সেলিং করা হয়েছে ৷ ২ অক্টোবর এদের সবাইকে আটক করে এনসিবি ৷ ১৪ অক্টোবর মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত জানিয়েছে, ২০ অক্টোবর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা-র জামিনের আবেদনের রায় দেবে ৷ এর আগে এনসিবি আদালতে জানায়, তদন্তে নেমে তারা জানতে পেরেছে যে, নিষিদ্ধ মাদক জোগাড় এবং চোরাচালানের সঙ্গে জড়িত আরিয়ান ৷ সে আরবাজ খানের থেকে মাদক পেয়েছিল ৷

জেল সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর আর্থার রোডের জেল থেকে বাবা শাহরুখ ও মা গৌরী খানের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছে আরিয়ান ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*