‘সমাজসেবা করব, গর্ব করবে সকলে’, ওয়াংখেড়েকে বললেন আরিয়ান!

মাদক কাণ্ডে নাম জড়িয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। ২০ অক্টোবর পর্যন্ত মুম্বই-এর আর্থার রোড জেলে থাকতে হবে আরিয়ানকে। এই মুহূর্তে জেলে কাউন্সিলিং চলছে বছর ২৩ এর আরিয়ান খান-এর। NCB-এর নিয়ম অনুযায়ী, মাদক কাণ্ডে কাউকে গ্রেফতার করা হলে তার কাউন্সিলিং-এর বিশেষ ব্যবস্থা করা হয়। শোনা যাচ্ছে, কাউন্সিলিং-এর সময় যথেষ্ট সহযোগিতাও করছেন আরিয়ান।

সূত্রের খবর, কাউন্সিলিং-এর সময় NCB আধিকারিকের কাছে ভালো মানুষ হওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন শাহরুখ পুত্র। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জেল থেকে বেরিয়ে সমাজের জন্যে কাজ করার কথা জানিয়েছেন আরিয়ান। বলেছেন, ‘সমাজের দুঃস্থ মানুষদের হয়ে কিছু করে দেখাব।’ শোনা যাচ্ছে, আরিয়ান NCB-এর মুম্বই ইউনিটের ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে কথা দিয়েছেন, তিনি ভালো ছেলে হয়ে দেখাবেন, একদিন এমন কিছু করবেন, যার জন্যে সকলে গর্ব অনুভব করবে।

৩ অক্টোবর মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ-পুত্র আরিয়ান সহ আরও ৭ জনকে। ২০ অক্টোবর বুধবার শাহরুখ-পুত্রের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা। এই নিয়ে বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছে আরিয়ান খান-এর জামিনের আবেদন। ম্যাজিস্ট্রেট আদালতে আরিয়ানের জামিন নাকচ হয়ে যাওয়ার পর বিশেষ NDPS আদালতে জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে।

অন্যদিকে, বিশেষ NDPS আদালত গত বৃহস্পতিবার আরিয়ান খানের জামিনের আবেদনের রায় স্থগিত রেখেছে। NCB তরফে শাহরুখের পুত্রের জামিনের বিরোধিতা করে একাধিক তত্ত্ব রাখা হয়েছে। শাহরুখ খানের ছেলের পর এই কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল নাইজেরিয়ার এক ড্রাগ ডিলারকে।

শাহরুখ পুত্রে গ্রেফতারির পর থেকে যার নাম সংবাদ মাধ্যমে ঘুরে ফিরে এসেছে তিনি হলেন NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই বলিউডের একাধিক তারকা প্রকাশ্যে পাশে এসে দাঁড়িয়েছেন শাহরুখ খান ও তাঁর পরিবারের। ঘটনার খবর পেয়েই একদিকে যখন মন্নত-এ পৌঁছে যান সলমান। প্রায় দিনই সলমানকে দেখা যাচ্ছে মন্নত থেকে বেরোতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*