৫০০ টাকার বিনিময়ে মিলবে সব ডিটেলস

মাত্র ৫০০ টাকা দিলে মাত্র ১০ মিনিটেই পাওয়া যাচ্ছে আধার ডিটেলস। হ্যাঁ, বৃহস্পতিবারই প্রকাশ্যে এল এমন তথ্য। জানা গিয়েছে আধার ডিটেলস ফাঁস করার একটি চক্র রয়েছে। তাদেরকে পেটিএমের মাধ্যমে ৫০০ টাকা দিলে এক এজেন্ট বলে দেবে সব তথ্য। তবে এর আগেও এরকম অভিযোগ ওঠায় আধার নিয়ামক কর্তৃপক্ষ বা ইউআইডিএআই তখনও দাবি করেছিল, আধার ডেটাবেস এমনভাবেই তৈরি যে কোনও হ্যাকারই সেখানে উঁকি মারতে পারবে না। তারা জানিয়েছে, আধার নম্বর কোনও গোপন নম্বর নয়। বৃহস্পতিবার একটি ইংরেজি দৈনিকে এই খবর প্রকাশিত হওয়ার পরই সাধারন মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইউআইডিএআই-এর আশ্বাস, কেবলমাত্র তথ্য ফাঁস হওয়ায় কোনও কার্ড-হোল্ডারের ক্ষতি হবে না। কারণ, বায়োমেট্রিক তথ্য সম্পূর্ণ অন্যত্র সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে। অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে তাকে এনকোড করা হয়েছে। ফলে, শুধু তথ্য দিয়ে কোনও লাভ নেই, কারণ বায়োমেট্রিক অথেন্টিফিকেশন ছাড়া কোনও লেনদেন সম্ভব নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*