সমাজবাদী পার্টিতে যোগ দিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট আলি খান মাহমুদাবাদ

উত্তরপ্রদেশ ভোটে ভরাডুবি হয়েছিল দল। গেরুয়া ঝড়ে ওলট-পালট হয়ে গিয়েছিল সমস্ত হিসেব নিকেশ। বিরোধী দলের রণকৌশলে কার্যত ধরাশায়ী হয়ে গিয়েছিল সমাজবাদী পার্টির সমস্ত সমীকরন। তাই এবার আর কোনও ভুল নয়। আগেভাগেই নিজের দুর্গকে সামলে বিজেপিকে পাল্টা আঘাত দিতে প্রস্তুত সমাজবাদী পার্টির সভাপতি। প্রসঙ্গত, শনিবারই আলি খান মাহমুদাবাদকে দলে নিয়ে চমক দিলেন মুলায়ম পুত্র। আলি খান মাহমুদাবাদ কেমব্রিজ ব্শ্বিবিদ্যালয়ের ডক্টরেট। পাশাপাশি বর্তমানে অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত রয়েছেন তিনি। সমাজবাদী পার্টির থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে মাহমুদাবাদকে দলে টেনে বেশ চমক দিলেন অখিলেশ যাদব। অখিলেশ নিজেও অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাই মনোজ্ঞ অধ্যাপককে দলে নিয়ে বেশ আশাবাদী সমাজবাদী পার্টির সভাপতি। উত্তরপ্রদেশের মুথ্যমন্ত্রী হিসাবে সবে সবে দায়িত্ব নিয়েছেন যোগী আদিত্যনাথ। আর উত্তরপ্রদেশের দায়িত্ব হাতে পাওয়ার পর যোগীর দাপট দেখেছেন সারা দেশের মানুষ। সেই যোগীকে বিপাকে ফেলতেই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই নয়া চাল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*