মৃতদের পরিবার পিছু ২ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবি অখিলেশ যাদবের

লখিমপুর খেরির ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ মৃতদের পরিবারগুলিকে ২ কোটি টাকা করে আর্থিক সাহায্যের দাবি জানান অখিলেশ ৷ আর্থিক সাহায্যের পাশাপাশি তিনি সরকারি চাকরির দাবিও জানিয়েছেন তিনি ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছি ৷ তাঁরা সবাই ন্যায্য বিচার চান ৷ সত্য সামনে আসবে ৷ এমন অনেক ঘটনাই রয়েছে যেখানে সত্য জানা যায়নি ৷ জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা সর্বাধিক।

অখিলেশ আরও বলেন, এই মামলায় মন্ত্রী অজয় মিশ্রের সঙ্গে কোনও পুলিশ আধিকারিককে দেখা করতে হলে আগে তাঁকে স্যালুট করতে হবে ৷ এখন যে অফিসার মন্ত্রীকে স্যালুট করছেন, তিনি কী সেই মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবেন? প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্র এই ঘটনায় জড়িত ৷ ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে, যাতে এখানে মানুষ ওই ভিডিয়ো শেয়ার করতে না পারেন এবং সত্যিটা কী তা জানতে না পারেন ৷

গত ৩ অক্টোবর লখিমপুর খেরির ঘটনায় চারজন কৃষক-সহ মোট আটজনের মৃত্যু হয়েছে ৷ আশিস মিশ্রের বিরুদ্ধে ওই দিন বিক্ষোভরত কৃষকদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় সোমবার আশিসের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ এফআইআর দায়ের করে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*