ভোটের ২ দিন আগে নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মী খুন, অভিযোগের তীর তৃণমূলের দিকে..

রোজদিন ডেস্ক :- বুধবার গভীর রাতে নন্দীগ্রামে বিজেপির এক মহিলা কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, হামলায় জখম হয়েছেন আরও কিছু জন।
আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে। তমলুক লোকসভার মধ্যেই পড়ে নন্দীগ্রাম।
গোটা ঘটনাকে কেন্দ্র করে ভোটের ২ দিন আগে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একদা জমি আন্দোলনের গর্ভগৃহে।

নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পালের অভিযোগ, “ভোটের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির জন্যই এই হামলা চালিয়েছে শাসকদল।”
বুধবারই নন্দীগ্রামে সভা করতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মেঘনাদের অভিযোগ, মঞ্চ থেকে একাধিক উস্কানি মূলক মন্তব্য করেছিলেন অভিষেক। তার ফলেই এই হামলা।

তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। হামলার নেপথ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিজেপি সূত্রের দাবি, সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। তখনই বাইকে করে তৃণমূলের এক দল দুষ্কৃতী সেখানে পৌঁছে ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করে। বাধা দিতে গেলে রতিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে এলোপাথাড়ি কোপ চালায় দুষ্কৃতীরা। মাকে বাঁচাতে গিয়ে জখম হন রতিবালার পুত্র সঞ্জয়ও। জখম হন আরও পাঁচ বিজেপি সমর্থক।

এরপরই চিৎকার শুনে গ্রামবাসীরা এগিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রতিবালা আড়িকে মৃত বলে ঘোষণা করেন। ২ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে তমলুক হাসপাতালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*