‘নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার প্রসারে সুযোগ বাড়ল’- মুখ্যমন্ত্রী

বুধবার ২৯শে নভেম্বর ২০১৭ নিবেদিতা বিশ্ববিদ্যালয় বিল পাশ হলো বিধানসভায়। মুখ্যমন্ত্রী বলেন ১৮৯৮ সালে মার্গারেট নোবেল ভারতে পদার্পণ করেছিল। স্বামীজী তাঁকে দীক্ষা দেন, নিবেদিত প্রাণ বলে তাঁর নাম হয় নিবেদিতা। তিনি বলেন আমরা বাগবাজারে নিবেদিতার নামে স্কুল, ঐতিহ্যশালী বাড়ি, দার্জিলিংয়ে নিবেদিতা স্মৃতি বিজড়িত রায় ভিলা অধিগ্রহণ করে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছি। ২৮ তারিখ পাশ হয়েছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের বিল। নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষে আমরা করলাম সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় বিল। মেদিনীপূর পূর্বে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা আছে, সেটিও হবে। ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় হবে, হুগলিতে কোনও বিশ্ববিদ্যালয় নেই, সেখানে গ্রীন ইউনিভার্সিটি হবে। দার্জিলিংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শাখা হচ্ছে তা সত্ত্বেও ওখানকার বিধায়ক অমর সিং রাইয়ের দাবি মতো আমরা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় তৈরী করার চিন্তাভাবনা করব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*