উত্তর ২৪ পরগনার হাবড়ার বিভিন্ন বাজারে থার্মাল স্ক্রিনিং করা শুরু করল প্রশাসন

সকাল থেকে যাঁরা বাজার করতে বেরিয়েছেন তাঁদের লাইন দিয়ে দাঁড় করিয়ে আজ থেকে থার্মাল স্ক্রিনিং শুরু করলো হাবড়া থানা। হাবড়া পুরসভা ও স্বাস্থ্য দফতরের কর্মীদের উপস্থিতিতে চলছে এই থার্মাল স্ক্রিনিং। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে হাবড়া থানা এলাকার বড় দু’টি বাজার ও নাকা চেকিং পয়েন্টে থার্মাল স্কিনিং করা শুরু হয়েছে।

হাবড়া থানার আইসি গৌতম মিত্র সংবাদমাধ্যমকে বলেন, “এখানে দেখা হচ্ছে যে কারও শরীরের তাপমাত্রা বেশি আছে কিনা বা অন্য কোনও অস্বাভাবিকতা আছে কিনা। এভাবেই সব জায়গায় প্রাথমিক ভাবে করোনাভাইরাস রোগীদের চিহ্নিত করা হয়।” তিনি আরোও জানান, এর সঙ্গে চলছে হ্যান্ড স্যানিটাইজ করা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*