উত্তপ্ত ইসলামাবাদ

মুসলিম উগ্রপন্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ইসলামাবাদ৷ শনিবার রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে মুসলিম উগ্রপন্থীদের অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ৷ মুসলিম উগ্রপন্থীদের গত কয়েক সপ্তাহের ধর্মঘটে ইসলামাবাদে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও আধাসামরিক বাহিনীর ৮ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সকালে বন্ধ মার্কেটের সামনে ও রাস্তার ওপর অবস্থানে বসা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে করে দেয়। ‘তেহরিক-ই-বালাইক ইয়া রাসুল আল্লাহ্ পাকিস্তান’ নামের মুসলিম উগ্রপন্থী সংগঠনটি এই অবস্থান ধর্মঘটের ডাক দেয়।

প্রসঙ্গত, আইনমন্ত্রী জাহিদ হামিদের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*