আন্দামান নিকোবরে রুই-কাতলার চাষ করবে রাজ্য মৎস্য উন্নয়ন দপ্তর

আন্দামান, নিকোবরে এখন পর্যন্ত একটিও হ্যাচারি নেই। চেন্নাই ও পশ্চিমবঙ্গ থেকে মাছ আমদানি করে চাহিদা মেটায় আন্দামান নিকোবর। আর তাই সেখানেই হ্যাচারি তৈরী করে মাছ চাষের উপযোগী পরিবেশ গড়ে তোলার কথা ভাবছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। চাষ হবে রুই, কাতলা, মৃগেলের মতো মাছ। মাছের চারা, খাবার, ওষুধের মতো সাজসরঞ্জাম নিয়ে তাই এবার সাগর পাড়ি দেওয়ার তোড়জোড় শুরু করল রাজ্য সরকার।

জানা যায় সব মিলিয়ে প্রায় ৫০ মেট্রিক টন মাছের খাবার পাঠানো হবে নিকোবরে। চলতি মাসেই প্রথম ধাপে ১০ মেট্রিক টন মাছের খাবার সমুদ্রপথে আন্দামান নিকোবরে পাঠাতে চলেছে পর্ষদ। এ থেকে আমদানি হবে আনুমানিক সাড়ে চার লক্ষের মতো টাকা। এরপর বিমানে মাছের চারা সহ চাষের অন্যান্য সামগ্রী পাঠানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*