অপপ্রচারের কারণে আধা সত্যিই অনেক সময় সত্যি হয়ে যেতে পারেঃ লালুপ্রসাদ যাদব

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। রাঁচির সিবিআই আদালতের রায়ের পর বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি।

এদিন, লালুপ্রসাদ টুইটারে লিখেছেন, সত্যও অনেক সময় মিথ্যা হয়ে যায়। অপপ্রচারের কারণে আধা সত্যিই অনেক সময় সত্যি হয়ে যেতে পারে। তা সত্ত্বেও ঘৃণাকে হারানো সম্ভব। সত্যের জয় হবেই। বিশ্বের অর্ধেক জায়গা ঘুরতে পারে মিথ্যা। তবে সত্যেরও নিজের জুতো আছে। পাশাপাশি তিনি আরও লিখেছেন, বিজেপি খুবই চালাক দল। ওরা নিজেদের অপপ্রচার ঢাকতে এবং ভোট পেতে বিরোধী শিবিরের নেতাদের হয়রান করার রাজনীতি করে। এমন খেলা খেলে থাকে ওরা।

 

এদিন নেলসন ম্যান্ডেলা, মার্টিন কিং লুথার, বাবা সাহেব আম্বেদকরের তুলনাও টেনেছেন আরজেডি সুপ্রিমো। তিনি লিখেছেন, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, বাবা সাহেব আম্বেদকররা ব্যর্থ হলে, ইতিহাসে তাঁরা খলনায়ক হতেন। তাঁরা অবশ্য এখনও বৈষম্যকারীদের কাছে খলনায়ক।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*