শুরু হলো দেশ জুড়ে ৯৫টি কেন্দ্রে তৃতীয় দফায় ভোট পর্ব, এ রাজ্যে রয়েছে মোট ৪টি জেলায় ভোট

রোজদিন ডেস্ক :- আজ মঙ্গলবার শুরু হলো দেশজুড়ে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণের পালা। এদিন এ রাজ্যের চারটি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। আর সেই সঙ্গে ভোট আরও ১২ টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলবে। বলা যায় এক রকম এদিন ভাগ্য নির্ধারণ হতে চলেছে । দেশে আজ মোট ৯৫টি লোকসভা কেন্দ্রে ভোট দেবে মানুষ ।
বাংলার মধ্যে ৪টি আসন – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট ।
পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রোরাল অফিসারের অফিস সূত্রে খবর, রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য বর্তমানে ৫৯৬টি কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ৪০৬ টি কোম্পানিকে মোতায়েন করা হবে নির্বাচন সংক্রান্ত নিরাপত্তার কাজে। আর বাকি কোম্পানিগুলোকে রিজার্ভে ও স্ট্রংরুমগুলির নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। যে ৪০৬টি কোম্পানি বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে তার মধ্যে ২৫৬টি বাহিনীকে চারটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। আর বাকি বাহিনীগুলিকে মোতায়েন রাখা হবে কুইক রেসপন্স টিমের অংশ হিসেবে। কারণ জঙ্গিপুরে রয়েছে সবথেকে বেশি ৭৬২টি স্পর্শকাতর বুথ কেন্দ্র (৪১ শতাংশ)অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্রে রয়েছে ৭১৫টি (৩৭ শতাংশ) স্পর্শকাতর বুথ। কমিশনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালদা দক্ষিণে রয়েছে ৭০২টি (৪০ শতাংশ) ও মালদা উত্তরে রয়েছে ৬৫১টি (৩৬ শতাংশ) স্পর্শকাতর বুথ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*