করোনা তাড়াতে শ্রমিকদের গায়ে রাসায়নিক স্প্রে, কড়া ব্যবস্থার নির্দেশ যোগী আদিত্যনাথের

উত্তরপ্রদেশের বরেলিতে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের উপর রাসায়নিক স্প্রে ছেটানোর ঘটনায় নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে সরকারি আধিকারিকরা ওই ঘটনা ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। আপাতত দুজন সরকারি কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।

ওই ঘটনার ৩১ সেকেন্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এর পরেই উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকে। তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও।

সোমবার দিল্লি, হরিয়ানা ও নয়ডা থেকে এক দল শ্রমিককে নিয়ে আসা হয়েছিল। বরেলির একটি চেক পয়েন্টে পৌঁছনোর পরে তাঁদের বাড়ি যেতে দেওয়া হয়নি। রাস্তার ধারে শিশু থেকে বৃদ্ধ সকলকে বসিয়ে জীবাণুনাশক রাসায়নিকে স্নান করানো হয়।

দেখা যায় হোস পাইপ দিয়ে শ্রমিক-মজুরদের গায়ে রাসায়নিক স্প্রে করা হচ্ছে। পুলিশ এবং স্বাস্থ্য দফতরের কর্মীদের উপস্থিতিতেই গোটা ঘটনাটি ঘটেছে। কর্তব্যরত কর্মীরা বলেছিলেন শ্রমিকদের শরীর, জামাকাপড় থেকে ভাইরাস ধুইয়ে দিতেই এই স্প্রে করা হচ্ছে। গোটা ঘটনায় সমালোচনার মুখে পড়ে কড়া পদক্ষেপের পথে হাঁটল যোগী সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*