খয়রুল গ্রামে মহিলাকে বিবস্ত্র করে মারধরে যুক্তদের অনেকেই মহিলা বলে অভিযোগ উঠেছিল বৃহস্পতিবার। শুক্রবার ঘটনার প্রতিবাদে যাঁরা পথে নামলেন তাঁদের সিংহভাগও মহিলাই। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এ দিন খয়রুল চকে পথ অবরোধ করেন তাঁরা।
মেদিনীপুর শহরের খয়রুল গ্রামে ওই ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাবুলাল। নির্যাতিতা মহিলার স্বামী ওই ঘটনায় মোট ৪ জনের নামে অভিযোগ দায়ের করেন। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শুক্রবার আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে খয়রুল গ্রামে আত্মঘাতী হন সুভাষ ঘোষ নামে এক ব্যক্তি। তাঁর সঙ্গে ওই নির্যাতিতা মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। এ দিন সুভাষবাবুর ঝুলন্ত দেহ মিলতেই পড়শিরা ওই মহিলার উপর চড়াও হন। নির্যাতিতা মহিলার স্বামী বাইরে থাকেন। অভিযোগ, এ দিন দুপুরে ছোট মেয়েকে নিয়ে ঘরে ছিলেন ওই মহিলারা। তখন পড়শিরা এসে তাঁকে বিবস্ত্র করে মারধর করতে শুরু করে। তাঁর চুল কেটে দেওয়া হয়। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার সময় কোনও মতে তাঁকে উদ্ধার করেন এলাকারই কয়েকজন। নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখন সেখানেই তিনি ভর্তি রয়েছেন।
Be the first to comment