যারা আগুন লাগায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তাদের ক্ষমা নেইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বেহালার চৌরাস্তায় এক নির্বাচনী সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি অমিত শাহের রোড শো থেকে কলেজ স্ট্রিট ও বিদ্যাসাগর কলেজে হামলা করা ও মূর্তি ভাঙার প্রতিবাদ করে বলেন, আমি খবর পেলাম, খবর শুনে আমি দুঃখিত। গণতান্ত্রিক পদ্ধতিতে এর জবাব দিতে হবে। আজ অমিত শাহ একটি মিছিল করতে এসেছিলেন উত্তর কলকাতায়। তিনি উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে লোক এনেছিলেন। বাংলার চ্যানেলগুলো দেখিয়েছে। মিছিল শেষ হতেই ফেট্টি পরা বিজেপির গুন্ডারা হাতে ডান্ডা ও আগুন নিয়ে বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। এত বড় ঘটনা নক্সাল সময়েও ঘটেনি। এর ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব আমরা।

তিনি আরোও বলেন, বিদ্যাসাগরকে চেনে বিজেপির নেতারা? বিজেপির এই কাজে আমরা লজ্জিত। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলে আমি গুন্ডাই বলব। এই অপমান আমরা সহ্য করব না।অপদার্থ দিল্লীর ফ্যাসিস্ট নেতারা বাংলার সংস্কৃতির গায়ে হাত দিয়েছে। আজ যা করেছ, তুমি বুঝবে তুমি কি করেছো?

মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন, কেন আমরা মাথানত করব? দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বাংলায় থাকতেন। জাতীয় গানের রচয়িতাও বাংলার। জয় হিন্দ স্লোগান যার, তিনিও বাংলার। সতীদাহ প্রথা লোপ, নারী শিক্ষার প্রচারকও বাংলার। সারা পৃথিবী খুঁজেও এই মেধা পাবেন না। আমরা গুন্ডামি করি না, কলম ধরি, সভ্যতায় চলি। তোমাদের ঔদ্ধত্ব আমরা তিল তিল করে শেষ করে দেব। যারা আগুন লাগায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তাদের ক্ষমা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*