অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড, আফগানিস্তান জিতলো

নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আজ বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে কেনিয়ার মুখোমুখি হয় নিউজিল্যান্ডের অনূর্দ্ধ ১৯ এর ক্রিকেটাররা। টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। শুরু থেকেই তারা রীতিমতো তান্ডব চালিয়েছে। ৫০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৩৬ রান সংগ্রহ করেছে তারা। যেটা অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলগত রান। এই ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার জ্যাকব ভুলা। তিনি ১৪৪ বলে ১০টি চার ও ৫ ছক্কায় ১৮০ রান করেন। যা যুব বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ভুলা ছাড়াও রাচিন রবীন্দ্র ১১৭ রাব এবং ফিন আলেন ৯০ রান করেন। ওপেনিং পার্টনারশিপে জ্যাকব ভুলা ও রবীন্দ্র রেকর্ড ২৪৫ রান সংগ্রহ করেন। দ্বিতীয় উইকেটে রবীন্দ্র ও ফিন করেন ১৫৬ রান। জবাবে কেনিয়া মাত্র ৪ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করতে পেরেছে। নিউজিল্যান্ড ২৪৩ রানে ম্যাচটি জিতে নেয়।

অন্য আরেকটি ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলো। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তান প্রথম ব্যাট করে ৭ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে। বৃষ্টি আরম্ভ হলে ডার্কওয়ার্ড লুইস মেথডে শ্রীলঙ্কার কাছে স্কোর দাঁড়ায় ৩৮ ওভারে ২৩৫ রান। কিন্তু শ্রীলঙ্কা ২০২ রানে অল আউট হয়ে যায়। ডার্কওয়ার্ড লুইস মেথডে আফগানিস্তান ৩২ রানে ম্যাচটি জিতে নেয়। গ্রুপ ডি তে পর পর দুটি ম্যাচ যথাক্রমে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে আফগানিস্তান পরের রাউন্ডে চলে গেলো।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান – ৫০ ওভারে ২৮৪/৭ (ইব্রাহিম জর্ডন ৮৬, দারউইস রাসুলি ৬৩)
শ্রীলঙ্কা – ৩৭.৩ ওভারে ২০২

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*