তিতলির ঝাপটায় মৃত ১২, নিখোঁজ ৪; পড়ুন!

তিতলির ঝাপটায় উড়ে গিয়েছিল বাড়ির চাল। প্রাণে বাঁচতে ২২ জন আদিবাসী আশ্রয় নিয়েছিলেন কাছেই এক পাহাড়ের গুহায়। কিন্তু অবিশ্রান্ত বৃষ্টিতে নামল ধস। মারা গেলেন ১২ জন।  নিখোঁজ চার। গ্রামবাসীরা জানাচ্ছেন, বার বার খবর দেওয়া সত্ত্বেও উদ্ধারের কাজে আসেনি পুলিশ অথবা অন্য কোনও ত্রাণকর্মী।
বৃহস্পতিবারের সাইক্লোনে ওড়িশার গজপতি জেলার রায়গড় ব্লকে বারহাগড়া গ্রামে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। রায়গড় ব্লকের প্রেসিডেন্ট ধলেশ্বর ভূইয়াঁ বলেছেন, বৃষ্টির মধ্যে গ্রামবাসীরা স্থানীয় এক ছোট পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। ধস নেমে ১৬ জন চাপা পড়েন। শুক্রবার রাত পর্যন্ত ১২ টি দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে তিনটি শিশু। যে ছয় গ্রামবাসী বেঁচে গিয়েছিলেন, তাঁরা অবিলম্বে জেলা প্রশাসনকে খবর দেন।
স্পেশ্যাল রিলিফ কমিশনার বিষ্ণুপদ শেঠি বলেছেন, আমরা উপকূল এলাকায় ত্রাণে ব্যস্ত ছিলাম। যে গ্রামের মানুষ ধস নেমে মারা গিয়েছেন, তা উপকূল থেকে ২০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
ওড়িশার প্রশাসন চেষ্টা করেছিল যাতে সাইক্লোনে কোনও প্রাণহানি না হয়। সত্যিই ঝড়ে সেখানে কেউ মারা যাননি।  কিন্তু সাইক্লোনের ফলে এসেছে বন্যা। তাতে মৃত্যুর খবর আসছে।
গজপতি জেলায় একাধিক দুর্ঘটনায় মারা গিয়েছেন ১৫ জন। নয়াগড়ে মারা গিয়েছেন দুজন। কন্ধমাল, কটক, কেওনঝড় ও অঙ্গুল জেলায় একজন করে মারা গিয়েছেন।
লাহৌরে শিশু ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ইমরান আলিকে ফাঁসি দেওয়া হবে আগামী সপ্তাহেই। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত।
সাত বছরের শিশু জয়নাবকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে একসময় বিক্ষোভে ফেটে পড়েছিল পাক-পঞ্জাব। ‘জাস্টিস ফর জয়নাব’ স্লোগান তুলে দেশ জুড়ে উঠেছিল প্রতিবাদের ঝড়। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছিল লোহৌরের বাসিন্দা ইমরান আলিকে। ধর্ষণ, খুন-সহ একাধিক ধারায় ইমরানকে ২১ বার ফাঁসির সাজা শুনিয়েছিল পাকিস্তানের একটি আদালত। নিরাপত্তার জন্য লাহৌরের কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত বসিয়েই এই রায় দেওয়া হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*