মধ্যরাতে ট্যাংরার জুতো কারখানায় আগুন, এলাকায় আতঙ্ক

কলকাতা, ৩০ নভেম্বর – মধ্যরাতে ফের শহরে আগুন আতঙ্ক ৷ ট্যাংরায় একটি জুতো কারখানায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ রাত্রি প্রায় দুটো নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে৷ আগুনের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে কারখানায় ৷ তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি ৷ দমকলের প্রাথমিক ধারনা শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম ৷ নমুনা সংগ্রহ করে তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখবেন ৷

১১ নম্বর নিউ ট্যাংরা রোডে একটি জুতোর কারখানায় আগুন লাগে রাত্রি প্রায় দুটো নাগাদ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১৫ ইঞ্জিন ৷ প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক তৈরি হয় ৷ ঘটনাস্থলে আসে ট্যাংরা থানার পুলিশ ৷ কারখানার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ অগ্নিকাণ্ডের জেরে কারখানার অনেকটা অংশ পুড়ে গিয়েছে ৷ কারখানার মধ্যে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷

স্থানীয় বাসিন্দারাই মধ্যরাতে কারখানা থেকে আগুন বের হতে দেখে দমকল ও পুলিশে খবর দেন ৷ এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*