“নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে”; বৈঠক শেষে বললেন সুদীপ জৈন

নিরাপত্তা ব্যবস্থা একদম ঠিকঠাক রয়েছে। সকালেই অফিসারদের সঙ্গে রিভিউ মিটিং হয়েছে। তাঁরা জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। নিরাপত্তা নিয়ে আর কোনওরকম সমস্যা হবে না। সোমবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এদিন সকাল ১১টা থেকে বৈঠক শুরু করেন তিনি। উপস্থিত ছিলেন ৪২টি লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষকরা। যে ৩৩টি কেন্দ্রে ইতিমধ্যে ভোট হয়ে গেছে, সেখানকার বিস্তারিত তথ্য জানতে চান তিনি। এছাড়াও বাকি ৯টি কেন্দ্রের পর্যবেক্ষকদের একাধিক নির্দেশ দেন তিনি।

এছাড়াও এদিন বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জৈন। উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। মূলত কোন কোন কেন্দ্র বেশি স্পর্শকাতর, কোথায় বেশি জোর দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*