আদালতে স্ত্রী, কন্যার সামনে কেঁদে ভাসালেন সুবীরেশ

সিবিআই-এর অভিযোগ নিয়োগ দুর্নীতিতে অন্যতম বড়মাথা সুবীরেশ ভট্টাচার্য। যথেষ্ট প্রভাবশালী তিনি। আদালত কক্ষে সেই প্রভাবশালী বিধ্বস্ত সুবীরেশকে দেখা গেল চোখের জল ফেলতে। সোমবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে হাজির করানো হয়েছিল আদালতে। সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী, পুত্র, কন্যা। ভিড়ের আড়ালে স্বজনবেষ্টিত হয়ে চোখের জল ফেলতে দেখা গেল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে। দেখা গেল রুমাল দিয়ে চোখ মুছছেন তিনি।

এদিন আদালতের পিছনের দিকে স্ত্রী ছেলে এবং মেয়ের সঙ্গে বসেছিলেন সুবীরেশ। শুনানি তখন শেষের পথে। হঠাৎ দেখা যায় স্বজন স্বজনবেষ্টিত হয়ে কাঁদছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ক্রন্দনরত সুবীরশকে বোঝাতে দেখা যায় স্ত্রী এবং ছেলেকে। মেয়েও এসে পিছন থেকে জড়িয়ে ধরেন বাবাকে। যদিও তার পরও চোখ মোছা বন্ধ হয়নি সুবীরেশের। আদালতে সুবীরেশতো বটেই তাঁর পরিবারের সদস্যদের কার্যত বিধ্বস্ত দেখায়।

উল্লেখ্য, সিবিআইয়ের তরফে স্পষ্ট অভিযোগ করা হয়েছে নিয়োগ দুর্নীতিতে সুবীরেশের আমলেই সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে। অন্য দিকে, সুবীরেশের বক্তব্য ছিল তিনি কোনও দুর্নীতিতে জড়িত ছিলেন না। তাঁর আমলে একটি নিয়োগেও দুর্নীতি হয়নি। পদ্ধতিগত কিছু ত্রুটি থাকতে পারে। তবে ওটুকুই। অবশ্য সুবীরেশের এই বক্তব্য ধোপে টেকেনি। প্রসঙ্গত, সুবীরেশ এসএসসির চেয়ারম্যান ছিলেন ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত। এসএসসি দুর্নীতি সংক্রান্ত কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টেও ওই সময়েই শিক্ষা নিয়োগে দুর্নীতির কথা বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*