২৮ মিনিটের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে টোকিও অলিম্পিক্সে সিন্ধু গর্জন

জয় দিয়ে টোকিও অলিম্পিক্সের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু। রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না সিন্ধু। অলিম্পিক্সের প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে ইসরায়েলের পোলিকারপোভা সেনিয়াকে সরাসরি সেটে উড়িয়ে দিলেন তিনি। প্রথম কয়েকটা পয়েন্টের সময় একটু দেখে নিয়েছিলেন সিন্ধু। তখন মনে হয়েছিল দুই খেলোয়াড়ের মধ্যে জোর লড়াই চলছে।

কিন্তু সময় যত গড়িয়েছে ততই ম্যাচ নিয়ন্ত্রণ চলে এসেছে সিন্ধুর হাতে। প্রথম সেটে একসময় পরপর ১৩টা পয়েন্ট জেতেন সিন্ধু। সেই সেট ২১-৭ ব্যবধানে অতি সহজেই জিতে যান।

দ্বিতীয় সেটেও একই দৃশ্য। বিপক্ষকে প্রত্যাবর্তনের কোনও সুযোগই দেননি। এ বার সিন্ধুকে আরও ক্ষিপ্র মনে হচ্ছিল। ম্যাচ যেন দ্রুত শেষ করতে চাইছিলেন। ড্রপ শট, ভলি, স্ম্যাশ— নিজের ঝুলি থেকে একের পর এক অস্ত্র বের করেছিলেন ভারতীয় শাটলার। সেনিয়া কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হন। দ্বিতীয় সেট ২১-১০ পয়েন্টে জিতে নেন সিন্ধু। স্কোর ২১-৭ ও ২১-১০। মোট ২৮ মিনিটের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*